এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান, ২০ রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল

Date: 2024-10-26
news-banner
ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আফগানিস্তান এক চমকপ্রদ জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল ভারতের বিপক্ষে ২০ রানের ব্যবধানে জয় লাভ করে তারা। আগে ব্যাট করে আফগানিস্তান ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করলে, ভারত ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায়।

অসাধারণ ওপেনিং জুটি
টস জিতে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার, জুবেইদ আকবরি ও সাদিকুল্লাহ অটল, শুরু থেকেই ভারতের বোলারদের চাপে ফেলে দেন। উদ্বোধনী জুটিতে তারা ১৩৭ রান সংগ্রহ করেন। আকিব খানের বলে আকবরি ৬৪ রান করে ফিরলেও রানের গতি বজায় থাকে। করিম জানাতের সঙ্গে মিলে অটল ইনিংসটি এগিয়ে নিয়ে যান। যদিও সেঞ্চুরি থেকে কিছুটা দূরে থাকেন, তবুও অটলের ৫২ বলে ৮৩ এবং জানাতের ২০ বলে ৪১ রান দলকে ২০০ রানের বেশি সংগ্রহ এনে দেয়।

ভারতের ব্যর্থ চেষ্টায় প্রতিরোধ
ভারত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। ১০০ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে ভারত। তবে রামানদীপ সিং এবং নিশান্ত সিন্ধুর জুটি ভারতের জন্য কিছুটা আশার সঞ্চার করে। ষষ্ঠ উইকেটে দু’জনে মিলে ৬৮ রান যোগ করেন, কিন্তু শেষ পর্যন্ত ২৩ রান করে ফেরেন সিন্ধু। রামানদীপ সর্বোচ্চ ৬৪ রান করেন, তবে তা জয় এনে দিতে ব্যর্থ হয়।

এই জয়ের ফলে আফগানিস্তান ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে যায়, যেখানে তারা শ্রীলঙ্কার মোকাবিলা করবে।

Leave Your Comments