আসামে জনসমক্ষে গোমাংস পরিবেশন নিষিদ্ধ: নতুন নির্দেশনা রাজ্য সরকারের
Date: 2024-12-05
আসামের রাজ্য সরকার রাজ্যের সমস্ত হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে গৃহীত প্রস্তাবে মুখ্যমন্ত্রী নিজেই দৃঢ় সমর্থন জানিয়েছেন।
২০২১ সালে প্রণীত গোহত্যা নিয়ন্ত্রণ আইনকে আরও কার্যকর করতে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই আইন অনুযায়ী, হিন্দু, জৈন এবং শিখ সম্প্রদায়ের বসবাসকারী এলাকাগুলোর ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস কেনা-বেচা এবং গোহত্যা নিষিদ্ধ ছিল। বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেন, "আগের আইনের মাধ্যমে আমরা গোহত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবার হোটেল-রেস্তোরাঁ এবং জনসমক্ষে গোমাংস পরিবেশনে নিষেধাজ্ঞার মাধ্যমে আরও ভালো ফল আশা করছি।"
তবে রাজ্যের বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা এক বিবৃতিতে অভিযোগ করেছে, "বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার তাদের উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িকতা এবং বিভেদের রাজনীতি শুরু করেছে।"
এই নিষেধাজ্ঞা আসাম রাজ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ভবিষ্যতে এর প্রভাব কীভাবে দেখা দেয়, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more