অর্থপাচার, ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, সন্তানসহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাদা পাঁচটি মামলা দায়ের করেছে। বুধবার (৯ অক্টোবর) ঢাকার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।
দুদকের অনুমোদনের পর তদন্তকারী কর্মকর্তারা এসব মামলা দায়ের করেন। মামলাগুলোতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম প্রতিটি মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান এবং সহকারী একান্ত সচিব মনির হোসেন।
গত ১৫ আগস্ট, নিয়োগ-পদোন্নতি এবং বদলিতে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানের ভিত্তিতেই বুধবার আসাদুজ্জামান খান কামাল এবং তার পরিবারের বিরুদ্ধে এই পাঁচটি পৃথক মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর শুরু হওয়া এই অনুসন্ধান থেকে দায়ের করা মামলাগুলো প্রথম।
দুদকের এ উদ্যোগ দেশের উচ্চপর্যায়ের ক্ষমতাসীনদের দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে অভিযুক্তরা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা তা জানা যায়নি।