রাজশাহীর পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ৫৯ জন এসআইকে অব্যাহতি

Date: 2024-11-04
news-banner
 রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত আরও ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান। এর আগে, একই ধরনের অভিযোগে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছিল।

গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অব্যাহতির এ সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক প্রভাব নেই; এটি সম্পূর্ণরূপে শৃঙ্খলা ভঙ্গের কারণেই নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, "কোন উপ-পরিদর্শক কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তা একাডেমি কর্তৃপক্ষই ভালোভাবে বলতে পারবে। এই শূন্য পদগুলো পূরণ করতে ইতোমধ্যে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, এবং দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

পুলিশ একাডেমির তথ্য অনুযায়ী, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন এসআই প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ৪ নভেম্বর।

Leave Your Comments