যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই: বয়স হয়েছিল ১০০ বছর

Date: 2024-12-30
news-banner

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এনবিসি নিউজের বরাত দিয়ে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি তার শততম জন্মদিন উদযাপন করেছিলেন।

জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৬ সালে তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। তিনি ১৯৮০ সালে রোনাল্ড রিগানের কাছে পুনঃনির্বাচনে পরাজিত হওয়ার আগে এক মেয়াদ দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে তিনি জর্জিয়ার প্লেইন্সে নিজের বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। তবে গত ১৯ নভেম্বর তার স্ত্রী এবং সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার মৃত্যুবরণ করেন।

জিমি কার্টার তার রাজনৈতিক জীবনের বাইরেও বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠা এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ জন্য তিনি ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তার মৃত্যুতে বিশ্বব্যাপী রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments