বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে খুব কম সময়ে দর্শকদের মন জয় করেছেন। মুম্বইয়ের পরিচিতি পেলেও, তার জীবনে বাংলাদেশে রয়েছে এক গভীর সম্পর্ক, যা সম্প্রতি জানালেন তার বাবা চাঙ্কি পাণ্ডে।
একটি টক শোতে নিজের জীবনের অজানা কিছু তথ্য শেয়ার করতে গিয়ে চাঙ্কি পাণ্ডে জানান, ১৯৮৭ সালে তার বলিউডে অভিষেক হয় ছবির নাম 'আগ কি আগ' দিয়ে। ছবিতে বিজয় সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর একের পর এক সাফল্য আসে 'খতরো কে খিলাড়ি', 'তেহজিব'-এর মতো ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে। তবে, নায়ক হিসেবে তিনি বলিউডে তেমন সাফল্য পাননি।
বলিউডে সাফল্য না পাওয়ার পর চাঙ্কি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি বাংলাদেশে কাজ করবেন। তাঁর এক বন্ধুর মাধ্যমে সেখানে ছবির অফার পেয়েছিলেন। চাঙ্কি বলেন, "সে সময় আমার খুব টাকার দরকার ছিল। বাংলাদেশের ছবির অফার গ্রহণ করেছিলাম। বিষয়টা আমার কাছে জুয়া খেলার মতো ছিল, তবে সেখানে কাজ করে আমি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলাম।"
বাংলাদেশে তার প্রথম ছবি ব্যাপক সাফল্য লাভ করে, যার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। টানা পাঁচ বছর বাংলাদেশে কাজ করার পর ১৯৯৮ সালে তিনি বিয়ে করেন এবং তাদের হানিমুনও ছিল বাংলাদেশে। একই সময়ে চাঙ্কির স্ত্রী গর্ভবতী হন এবং তাদের একমাত্র কন্যা অনন্যা পাণ্ডে জন্মগ্রহণ করেন।
অনন্যার প্রেম জীবনও সম্প্রতি নেটপাড়ায় বেশ আলোচনায় ছিল, যেখানে বাবা চাঙ্কি পাণ্ডে তার মতামত প্রকাশ করেন। বলিউডের বাবা-মেয়ে জুটির সম্পর্ক মাঝেমধ্যে নেটিজেনদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।