অ্যানিম্যাল’ ছবির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সুনীল গ্রোভারের প্রশ্নে বিতর্ক, অপ্রস্তুত তৃপ্তি ডিমরি

Date: 2024-11-04
news-banner

রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ‘অ্যানিম্যাল’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। তবে সেই দৃশ্য নিয়ে বিতর্কও পিছু ছাড়েনি তার। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া’ ছবির প্রচারে তৃপ্তি হাজির হয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে। সেখানে কৌতুকশিল্পী সুনীল গ্রোভার তার কাছে বিতর্কিত এক প্রশ্ন করেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

অনুষ্ঠানে সুনীল প্রথমে তৃপ্তিকে প্রশ্ন করেন, “আপনিই কি ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছিলেন?” তৃপ্তি ইতিবাচক উত্তর দিলে সুনীল হেসে আরও একটি প্রশ্ন ছুঁড়ে দেন, “রণবীর কপূরের সঙ্গে আপনি যেটা করলেন, আশা করছি সেটা শুধুই শুটিং ছিল। বাস্তবেও এমন কিছু ঘটেনি তো?” এই প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও, তৃপ্তি পরিস্থিতি হেসে উড়িয়ে দেন।

এই মন্তব্যের পর সুনীল গ্রোভার ট্রোলড হতে থাকেন সামাজিক মাধ্যমে। তৃপ্তির ভক্তদের অভিযোগ, প্রশ্নটি তাকে অপ্রস্তুত করেছে এবং এমন রসিকতা মোটেই উপযুক্ত নয়। যদিও সুনীলের অনুরাগীরা বলছেন, এটি নিছকই মজার ছলে করা হয়েছিল।

উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের চরিত্রের স্ত্রীর ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানা, আর তৃপ্তি ডিমরি অভিনীত চরিত্র জোয়ার সঙ্গে রণবীরের চরিত্রটি শরীরনির্ভর বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই ঘনিষ্ঠ দৃশ্যের কারণে বিতর্কিত হন তৃপ্তি, যা সুনীলের প্রশ্নে আবারও আলোচনায় উঠে আসে।

Leave Your Comments