স্বাধীন ডেস্ক:
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা এবং আক্রমণের অভিযোগে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।