আলোকচিত্রীদের সঙ্গে মেজাজ হারিয়ে তাপসী পন্নুর নতুন বিতর্ক

Date: 2024-11-19
news-banner

 বলিউড অভিনেত্রী তাপসী পন্নু আবারও আলোকচিত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে শিরোনামে। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখা মাত্রই মেজাজ হারিয়ে তিনি কটাক্ষ করেন।

তাপসী উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশ্যে বলেন, “বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে, কেমন! আমাকে নিয়ে দয়া করে ভাল কিছু লিখবেন না। তা হলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাবে। বাজেটাই লিখুন। খুব কষ্ট করে আলোকচিত্রী-বিরোধী ভাবমূর্তি তৈরি করেছি, সেটা ভাঙবেন না।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার পছন্দ করেন না তাপসী। তিনি জানান, আলোকচিত্রীদের প্রতি তার বিরক্তি তখনই প্রকাশ পায়, যখন তারা তার খুব কাছাকাছি চলে আসেন বা গাড়ি ধাওয়া করেন।

তাপসী বলেন, “প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনকে সম্মান করা উচিত। আমি তখনই রেগে যাই, যখন আমার ব্যক্তিগত পরিসরে কেউ ঢুকে পড়ে। প্রত্যেকের উচিত মানুষের ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।”

তাপসীর আচরণ দেখে অনেকেই বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করছেন। জয়া বচ্চনও বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আলোচনায় এসেছেন। অনেকে মনে করছেন, আলোকচিত্রীদের সঙ্গে তাপসীর এই মেজাজী আচরণ তার ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

প্রসঙ্গত, তাপসী বলিউডে প্রায় এক দশক কাটিয়েছেন এবং নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, যা দর্শকমহলে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। গত বছরের অন্যতম আলোচিত ছবি ছিল তার অভিনীত রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। তবে তাপসী তার পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে বরাবরই খোলামেলা এবং স্পষ্টবাদী।

তাপসীর এই মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করলেও, তার ভক্তদের মতে, এটাই তার ব্যক্তিত্বের অংশ।

Leave Your Comments