সৌদি ক্লাব আল-হিলাল ছাড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইউরোপীয় ফুটবল ছেড়ে দেড় বছর আগে সৌদি আরবের আল-হিলালে যোগ দিলেও মাঠের চেয়ে ইনজুরির কারণে বাইরেই বেশি সময় কাটাতে হয়েছে তাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, আল-হিলালের সঙ্গে এই সম্পর্ক আরও বেশিদিন টিকছে না। নেইমার নাকি ক্লাবটির পারফরম্যান্স ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট নন এবং সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
এমন অবস্থায় আল-হিলালও নেইমারের পরিবর্তে নতুন খেলোয়াড় আনার প্রস্তুতি নিচ্ছে। স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, আল-হিলাল প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী। রোনালদোকে পেতে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তারা।
ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস এক চমকপ্রদ তথ্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, হয়তো জানুয়ারিতেই আল-হিলাল নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে। যদি তা হয়, তাহলে দুই বছরের চুক্তি শেষ হওয়ার আগেই সৌদি ফুটবল ছেড়ে যেতে হবে নেইমারকে। অন্যদিকে, নেইমারের প্রিয় ক্লাব সান্তোসও তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।
সান্তোসের সহসভাপতি ওসভালদো নিকো সম্প্রতি এক টেলিভিশন শোতে বলেছেন, “নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে।” এই মন্তব্য নেইমারের ব্রাজিলে ফেরার সম্ভাবনা আরও জোরালো করেছে।
এখন প্রশ্ন হলো, ইনজুরিতে জর্জরিত নেইমারের পরবর্তী গন্তব্য কী হবে। তবে ফুটবলবিশ্বের চোখ এখন নেইমারের সিদ্ধান্তের দিকে, যা তার ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে।