আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

Date: 2024-11-11
news-banner

 আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ তিনি ঢাকা থেকে যাত্রা করবেন বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে অবস্থান করবেন এবং সম্মেলনের বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এ ছাড়া, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, সেটিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।

প্রেস সচিব আরও জানান, ড. ইউনূস সম্মেলনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন।

Leave Your Comments