আজ ভয়াল ১৫ নভেম্বর, উপকূলে সিডর ট্র্যাজেডির ১৬তম বার্ষিকী

Date: 2024-11-15
news-banner

আজ ১৫ নভেম্বর, উপকূলবাসীর জন্য এক দুঃসহ স্মৃতিবিজড়িত দিন। ২০০৭ সালের এই রাতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সিডর উপকূলীয় জনপদগুলোকে লণ্ডভণ্ড করে দেয়। শতাব্দীর অন্যতম ভয়াল এই দুর্যোগে দক্ষিণাঞ্চলের ৩০ জেলার দুই শতাধিক উপজেলা মৃত্যু উপত্যকায় পরিণত হয়। প্রাণ হারায় শত শত মানুষ, নিখোঁজ হয় অনেকে। নিঃশেষ হয়ে যায় অসংখ্য গবাদি পশু ও বন্যপ্রাণী, লাখ লাখ মানুষের জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়।

ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৬ লাখ বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলের ক্ষেত। ধ্বংস হয় সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগসহ আধুনিক অবকাঠামোর সব শাখা। সংবাদমাধ্যমে প্রকৃতির এই ভয়াল তাণ্ডবের ছবি দেখে শিউরে ওঠে বিশ্ববাসী। দেশি-বিদেশি সহায়তা পৌঁছে আসে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।

১৬ বছর পরও উপকূলের মানুষগুলো সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। আজ উপকূলজুড়ে সিডরে হারানো স্বজনদের স্মরণে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত, কোরআনখানি এবং নানাবিধ আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। বহু পরিবার এখনও হারানো প্রিয়জনদের জন্য অপেক্ষারত, কষ্টের বোঝা বুকে নিয়ে দিনটি স্মরণ করছে।

Leave Your Comments