শুভ মহালয়া আজ: দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

Date: 2024-10-02
news-banner

আজ শুভ মহালয়া, যা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা চিহ্নিত করে। এই বিশেষ দিনে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়, যা দেবীপক্ষের শুরু হিসেবে বিবেচিত হয়। মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই দিন থেকেই পূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার দোলা বা পালকিতে চড়ে স্বর্গ থেকে পৃথিবীতে আসবেন, যার প্রতীকী ফলাফল হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির সম্ভাবনা রয়েছে। পূজার শেষে দেবী গজ বা হাতিতে চড়ে স্বর্গে ফিরে যাবেন, যার মাধ্যমে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে।

পুরাণ মতে, মহিষাসুরকে বধ করতে দেবতারা নারীশক্তি মহামায়ারূপী দেবী দুর্গাকে সৃষ্টি করেন। দেবতাদের দেওয়া অস্ত্র দ্বারা মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। এই উৎসবটি খারাপ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়।

মহালয়া উপলক্ষে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ভোর ৬টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা দেশে পূজার প্রতিমা তৈরির কাজও চলছে পুরোদমে। মৃৎশিল্পীরা এখন প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত, এবং প্যান্ডেলগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতির ধুম লেগে গেছে।

দেবী দুর্গার আগমন উদযাপনের এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত, যা শারদীয় দুর্গোৎসবের মূল প্রতীক্ষার সূচনা করে।

Leave Your Comments