আজ শহীদ নূর হোসেন দিবস: গণতন্ত্রের জন্য আত্মত্যাগের প্রতীক নূর হোসেন স্মরণে নানা আয়োজন

Date: 2024-11-10
news-banner

আজ ১০ নভেম্বর, বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আত্মাহুতি দিয়ে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি রেখে গেছেন, তা স্মরণে আজ সারাদেশে নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনকে স্মরণ করে আজ নানা কর্মসূচির আয়োজন করেছে।

নূর হোসেন ছিলেন পেশায় একজন অটোরিকশা চালক। ১৯৮৭ সালের এই দিনে ঢাকায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন তিনি। বুকে "স্বৈরাচার নিপাত যাক" এবং পিঠে "গণতন্ত্র মুক্তি পাক" স্লোগান লিখে মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিলটি ঢাকার জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ গুলি চালায়, এবং এতে নূর হোসেন নিহত হন। তার এই আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে নতুন গতি দেয় এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।

নূর হোসেনের আত্মত্যাগের দিনটি প্রথমে ‘ঐতিহাসিক ১০ নভেম্বর’ নামে পালিত হলেও, পরে আওয়ামী লীগ সরকার দিনটিকে "নূর হোসেন দিবস" হিসেবে আনুষ্ঠানিকভাবে পালন করতে শুরু করে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিনটিকে স্মরণীয় করে রাখতে আলোচনা সভা, শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করছে। আজ সকালে রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক বাণীতে বলেন, “শহীদ নূর হোসেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করেছে এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামে প্রেরণা যুগিয়েছে।”

নূর হোসেনের স্মরণে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

Leave Your Comments