বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের জন্মদিন আজ

Date: 2024-10-24
news-banner

আজ ২৪ অক্টোবর, বলিউডের খ্যাতিমান অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের জন্মদিন। ১৯৭৬ সালে রীমা লাম্বা নামে জন্ম নেওয়া মল্লিকা শেরাওয়াত ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের সাহসী ও অনন্য অভিনয়ের জন্য পরিচিত। তার ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে "জিনা সির্ফ মেরে লিয়ে" চলচ্চিত্রের মাধ্যমে, তবে ২০০৩ সালে "খোয়াইশ" এবং ২০০৪ সালে "মার্ডার" চলচ্চিত্রে সাহসী ভূমিকা পালন করে তিনি আলোচনায় আসেন।

মল্লিকা শেরাওয়াতকে প্রায়ই বলিউডে যৌনতার প্রতীক হিসেবে গণ্য করা হয়, তবে তার অভিনয় দক্ষতা এবং বৈচিত্র্যময় চরিত্রে পারদর্শিতা তাকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত "পেয়ার কে সাইড এফেক্টস" চলচ্চিত্রে তার রোমান্টিক কমেডি চরিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর "ওয়েলকাম" এবং "আপ কা সুরুর" চলচ্চিত্রে তিনি বাণিজ্যিকভাবে সফল হন।

শেরাওয়াত শুধুমাত্র বলিউডে সীমাবদ্ধ থাকেননি; তিনি হলিউডেও নিজের অভিনয় দক্ষতা দেখানোর চেষ্টা করেছেন। ২০১০ সালে "হিসসস" এবং ২০১১ সালে "পলিটিক্স অব লাভ" এর মাধ্যমে হলিউডে পা রাখেন।

চলচ্চিত্রে আসার আগে তিনি টেলিভিশন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। মল্লিকা শেরাওয়াতের সাহসী ব্যক্তিত্ব ও অভিনয় তার বলিউড ক্যারিয়ারকে একটি আলাদা মাত্রা দিয়েছে। আজ তার জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার অবদানের কথা স্মরণ করছেন। 

Leave Your Comments