আজ বিশ্ব নগরায়ন দিবস: সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব শহরের গুরুত্বে আলোকপাত
Date: 2024-11-08
আজ ৮ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব নগরায়ন দিবস, যা ‘ওয়ার্ল্ড টাউন প্ল্যানিং ডে’ নামেও পরিচিত। বিশ্বের ৩০টিরও বেশি দেশে এ দিনটি পালন করা হয় শহরায়ন এবং নগর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে। ১৯৪৯ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্লোস মারিয়া ডেল্লা পাওলেরা এই দিবসটির প্রবর্তন করেন।
বিশ্বব্যাপী নগরায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং সেই নগরায়ন যেন সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব হয়, সেটাই এ দিনের মূল বার্তা। ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব সিটি অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানার্স’ বিশ্বজুড়ে এই দিবসটি পালন করে, যার মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান শহরগুলোকে আরও সুন্দর, স্থিতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা।
নগরায়নের এই গতি যাতে পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে এবং মানুষের বসবাসের জন্য শহরকে আরও উপযোগী করা যায়, সেই লক্ষ্যে বিশেষ পরিকল্পনার আহ্বান জানানো হয় এই দিনে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে নগরায়নের প্রসার ঘটানো, টেকসই পরিকল্পনার মাধ্যমে নাগরিক জীবনকে আরও সুন্দর ও সুষ্ঠু করে তোলাই এই দিবসের অন্যতম লক্ষ্য।
বিশ্ব নগরায়ন দিবসে এই বার্তাও দেওয়া হয় যে, শহরের উন্নয়ন ও সম্প্রসারণে যেন প্রকৃতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত না হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more