বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪: সুস্থ মৃত্তিকা ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব
Date: 2024-12-05
আজ ৫ ডিসেম্বর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪। মৃত্তিকার সঠিক পরিচর্যা ও ভূমির টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে এ দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য— ‘মাটির পরিচর্যা: পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’, যা মৃত্তিকার সঠিক ব্যবহার এবং এর সুস্থতা রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।
বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাবটি ২০০২ সালে মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) থেকে উত্থাপন করা হয়। পরবর্তীতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অনুমোদনে ২০১৪ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা শুরু হয়।
বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয়বস্তু— “বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য স্বাস্থ্যকর খাদ্যের স্থায়িত্ব”।
সকালে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং সভাপতিত্ব করবেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— সচেতনতামূলক সেমিনার, মাটি পরীক্ষণ ক্যাম্প এবং কৃষকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম।
বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন উদ্ভিদের উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৃত্তিকার টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। সুষ্ঠু মৃত্তিকা পরিচালনা কেবল পরিবেশ সুরক্ষায় নয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়তেও সহায়ক।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more