আজ বিশ্ব ডাক দিবস

Date: 2024-10-09
news-banner
আজ, ৯ অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। প্রতি বছর এই দিনে, ১৮৭৪ সালে সুইজারল্যান্ডের বের্ন শহরে প্রতিষ্ঠিত বিশ্ব ডাক সংস্থা (ইউপিইউ)-এর প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে এই দিবসটি উদযাপিত হয়। ডাক সেবার মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগ ব্যবস্থায় বৈশ্বিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা অনস্বীকার্য।

১৯৬৯ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য আনন্দ মোহন ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের প্রস্তাব পেশ করেন। সেই প্রস্তাব অনুমোদনের পর থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হচ্ছে। বিশ্বজুড়ে ডাক ব্যবস্থার গুরুত্ব এবং ডাক বিভাগের সেবার প্রসারই এই দিবসের মূল লক্ষ্য।

ডাক ব্যবস্থার অগ্রগতির ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে চিঠি, প্যাকেজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের দ্রুত এবং নিরাপদ পরিবহন নিশ্চিত হয়েছে। এর ফলে মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ এবং ত্বরান্বিত হয়েছে। বিশ্ব ডাক দিবসে, ডাক বিভাগের কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে এর সংযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ডাক বিভাগ শুধু চিঠি বা প্যাকেজ আদান-প্রদানের মাধ্যমে নয়, বরং আধুনিককালে ই-কমার্স এবং অনলাইন সেবার মাধ্যমে আরও বিস্তৃত ভূমিকা পালন করছে। এ উপলক্ষে বিভিন্ন দেশ ডাক সেবার উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে।

Leave Your Comments