আজ, ২৬ নভেম্বর, বলিউডের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, মডেল এবং টেলিভিশন উপস্থাপক অর্জুন রামপালের জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করা অর্জুন রামপাল বলিউডে তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে সবার মন জয় করেছেন।
২০০১ সালে পিয়ার ইশক অর মোহাব্বাত চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন অর্জুন রামপাল। এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করে এবং তিনি ফিল্মফেয়ার বেস্ট মেল ডেব্যুর জন্য মনোনীত হন। এরপর একের পর এক সফল ছবিতে অভিনয় করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দিল হ্যায় তুমহারা, দিল কা রিশতা, ওম শান্তি ওম, রক অন!!, হাউজফুল এবং রা ওয়ান।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রক অন!! চলচ্চিত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তাঁর অভিনয়ের গভীরতা ও বহুমুখী প্রতিভার জন্য তিনি আজও বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে পরিচিত।
অর্জুন রামপাল প্রযোজনায়ও হাত পাকিয়েছেন। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান চেজিং গণেশা ফিল্মস থেকে বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করেছেন, যা দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে।
অর্জুন রামপাল শুধু অভিনয়ের জন্য নয়, তাঁর স্টাইল ও ব্যক্তিত্বের জন্যও ভক্তদের কাছে প্রিয়। তাঁর মডেলিং ক্যারিয়ার তাঁকে বলিউডে প্রবেশের পথ খুলে দিয়েছিল। পরবর্তীতে তিনি নিজেকে অভিনয় এবং প্রযোজনার ক্ষেত্রে সফলভাবে প্রমাণ করেছেন।
এই বিশেষ দিনে তাঁর ভক্তরা এবং বলিউডের সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। অর্জুন রামপালের জন্মদিনে আমরা তাঁর আরও সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।