আইন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন সাবেক বিচারপতি জিনাত আরা

Date: 2024-10-02
news-banner

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, 'আইন কমিশন আইন, ১৯৯৬' এর ধারা ৫ এর উপ-ধারা (১) ও (২) অনুযায়ী বিচারপতি জিনাত আরাকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।

২০২০ সালের ১৪ মার্চ ৬৭ বছর পূর্ণ হওয়ায় আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন জিনাত আরা। তার বিচার বিভাগীয় কর্মজীবন শুরু হয় ১৯৭৮ সালে, যখন তিনি মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে তিনি জেলা ও দায়রা জজ হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী হন।

আইন কমিশনের পূর্ববর্তী চেয়ারম্যান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সম্প্রতি পদত্যাগ করেন, যার পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরার এই নিয়োগ।

Leave Your Comments