দেশের ওপর এগিয়ে আসছে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬° থেকে ১০° সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে, যা আগামী ৯ জানুয়ারি রাত থেকে শুরু হয়ে টানা পাঁচ দিন স্থায়ী হবে। এর পাশাপাশি দেশের বেশিরভাগ অঞ্চলে থাকবে ঘন কুয়াশার দাপট।
শৈত্যপ্রবাহটি প্রধানত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকবে। এছাড়া সিলেট বিভাগেও শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়বে বলে জানা গেছে।
আগামীকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বা সারাদিন স্থির কুয়াশাবেল্ট দেখা যেতে পারে। এর প্রভাব ধীরে ধীরে দেশের আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বেসরকারি আবহাওয়া সংস্থার মতে, শৈত্যপ্রবাহ এবং কুয়াশার কারণে বিশেষত শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কৃষি খাত এবং পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষকদের ফসল রক্ষার এবং পরিবহন সংশ্লিষ্টদের যানবাহন চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশজুড়ে শীতের প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে।