সারা দেশে জেঁকে বসেছে শীত, উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

Date: 2024-12-14
news-banner

দেশজুড়ে শীতের দাপট বাড়ছে। এর মধ্যে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শিগগিরই কমার সম্ভাবনা নেই। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শীতের এ পরিস্থিতি উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। বিশেষত নিম্নআয়ের মানুষ ও শিশুরা শীতের প্রকোপে বেশি কষ্ট পাচ্ছে। এ অবস্থায় শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

You said:

Leave Your Comments