সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস

Date: 2025-01-06
news-banner

আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ জানুয়ারি) সংস্থার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে।

পরবর্তী পাঁচ দিনের মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের তীব্রতা বাড়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে এর প্রভাব আরও দৃশ্যমান হতে পারে।

অধিদপ্তর থেকে শীতকালীন আবহাওয়ার কারণে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments