আগামী তিন দিন তাপমাত্রা কমবে, শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

Date: 2024-12-30
news-banner

দেশে আগামী তিন দিন দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ ডিসেম্বর) সংস্থার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, শীতের তীব্রতা সাময়িকভাবে বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

১ জানুয়ারি (বুধবার) ও ২ জানুয়ারি (বৃহস্পতিবার) একই ধারা বজায় থাকবে। এই সময়ে সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই শৈত্যপ্রবাহের শেষে রাত এবং দিনের তাপমাত্রা আবার ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা হ্রাসের কারণে শীতজনিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদেশে শীতের প্রকোপ বাড়ায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave Your Comments