আগামী তিনদিন দেশের তাপমাত্রা টানা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার দিনের মধ্যে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যার পরের ২৪ ঘণ্টাতেও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে এবং কুয়াশার তীব্রতা বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা শীতল থাকার সম্ভাবনা বেশি।
তাপমাত্রা হ্রাসের এই পূর্বাভাসে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফলে শীত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।