স্বাধীন ডেস্ক :
আজ তারিখ : ১৯ শে সেপ্টেম্বর ২০২৪ | বার : বৃহস্পতিবার ৪ ঠা আশ্বিন ,১৪৩১ শরৎকাল ১৫ ই রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি।
আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আজ ১৯ শে সেপ্টেম্বর দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
আকাশ : দেশের আকাশ কিছু স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, ও অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে।
বৃষ্টি🌧️ : ১৯ শে সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি সম্ভাবনা আছে, ও দেশের বাকি এলাকায় দু এক স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।
▪১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় চট্টগ্রাম ১ মিলিমিটার (BMD)
▪১৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রংপুর ৩৭.৫০°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ২৪.৬০°সেলসিয়াস। ( bmd)
তাপমাত্রা🌡️ : রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে ।
বৃষ্টিবলয়☔ : সক্রিয় নেই
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ৫৭ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১২ ঘণ্টা ১২ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ২২.০০ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থাকে।
আসুন এক নজরে দেখে নেই আজ ১৯ শে সেপ্টেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।
.
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩৬° ২৮° সে.
চট্টগ্রাম ৩৩° ২৭° সে.
রাজশাহী ৩৫° ২৬° সে.
খুলনা ৩৬° ২৭° সে.
সিলেট ৩৬° ২৭° সে.
বরিশাল ৩৫° ২৭° সে.
রংপুর ৩৭° ২৭° সে.
ময়মনসিংহ. ৩৬° ২৭° সে.
কলকাতা, ৩৫° ২৬° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।