টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

Date: 2024-11-11
news-banner

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলাসহ তিনটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে প্রত্যেক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের বিচারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় তারা আব্দুর রাজ্জাকের দিকে ডিম ছুড়ে মারেন। আদালত সূত্রে জানা যায়, তাকে মধুপুর, টাঙ্গাইল সদর এবং মির্জাপুরে আলাদা তিনটি হত্যামামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে রিমান্ডের আবেদন করা হয়। মধুপুর আমলি আদালতে ৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলা মামলায়, টাঙ্গাইল সদর আমলি আদালতে ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যায়, এবং মির্জাপুরে ৪ আগস্ট কলেজছাত্র ইমন হত্যায় আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করে পৃথকভাবে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আব্দুর রাজ্জাকের পক্ষে ২৫ জন আইনজীবী তার জামিনের আবেদন করেন, তবে সরকারি আইনজীবীদের বিরোধিতায় আদালত সেটি নামঞ্জুর করেন।

Leave Your Comments