বছর শেষে বড় পর্দায় আবারও আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দরদ’ শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সম্প্রতি শাকিব অভিনীত ‘তুফান’ ইদে মুক্তি পেয়ে বাংলাদেশের বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল, এবং এ বছরের শেষেও শাকিব ভক্তদের জন্য আরও একটি নতুন সিনেমা উপহার হিসেবে আসছে।
বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। সপ্তাহের শুরু থেকেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, এবং সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, অন্যান্য ২১টি দেশেও একসঙ্গে মুক্তি পাবে এই ছবিটি।
পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘প্রথম দিনের সকল শো ইতিমধ্যেই হাউসফুল। আশা করছি ‘দরদ’ বক্স অফিসে নতুন নজির গড়বে।’’
ছবিটির গল্প ভারতের প্রেক্ষাপটে বোনা হয়েছে, কিন্তু শুক্রবার ভারতে মুক্তি না পেয়ে তা বাংলাদেশের প্রেক্ষাগৃহেই প্রথম দেখা যাবে। পাইরেসি নিয়ে উদ্বেগের কারণে ভারতে ‘দরদ’ মুক্তি দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
চলতি বছরে শাকিব খান অভিনীত আরও দুটি ছবি ‘রাজকুমার’ এবং ‘তুফান’ ইদ উপলক্ষে মুক্তি পায় এবং সেগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তবে এই প্রথম কোনো উৎসব ছাড়াই শাকিবের নতুন ছবি আসছে। এ নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় পরিচালকের আত্মবিশ্বাস বেড়েছে। তিনি আরও বলেন, ‘‘দর্শকদের সাড়া দেখে মনে হচ্ছে, ছবিটি দর্শকের মনে জায়গা করে নিতে পারবে।’’