বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তার দীর্ঘদিনের ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে বিচ্ছেদ। সোমবার রাতে নিজের অবস্থান স্পষ্ট করে মল্লিকা জানান, "সময় এতটাই জটিল যে ভরসা করার মতো চওড়া কাঁধ পাওয়া সত্যিই মুশকিল!"
২০১৬ সাল থেকে ২০২৪— দীর্ঘ আট বছর একসঙ্গে কাটিয়েছেন ফরাসি ব্যবসায়ী সিরিলের সঙ্গে। তাদের সম্পর্কের গভীরতা নিয়ে আগেও একাধিকবার কথা বলেছেন মল্লিকা। সাক্ষাৎকারে তিনি নিজেকে "পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ" হিসেবে বর্ণনা করতেন। তবে হঠাৎ করেই এই সম্পর্কের ইতি ঘটায় মন ভেঙে পড়েছেন অভিনেত্রী।
সম্প্রতি বলিউডে কামব্যাক করেছেন তিনি ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিয়ো’ ছবির মাধ্যমে। এর পর একাধিক সাক্ষাৎকারে নিজের একাকীত্ব এবং বিচ্ছেদের যন্ত্রণা প্রকাশ করেন মল্লিকা। তিনি বলেন, "আমাদের সম্পর্ক খুবই গভীর ছিল। আচমকা তাতে দাঁড়ি পড়ায় ভেঙে পড়েছি। ভীষণ একা অনুভব করছি।"
বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও মল্লিকা উল্লেখ করেছেন যে, বর্তমানে ভরসা করার মতো যোগ্য মানুষের সংখ্যা দিন দিন কমছে। তবে ভবিষ্যতে বিয়ে বা সম্পর্ক নিয়ে ভাবনার বিষয়ে মল্লিকা বলেন, "বিয়েতে আমি বিশ্বাস করি। কিন্তু এখন এসব নিয়ে ভাবার কোনও ইচ্ছা নেই। নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানোরও কোনও পরিকল্পনা নেই।"
বছর শেষে বলিউডে একের পর এক বিচ্ছেদের খবরে হতাশ ভক্তরা। মল্লিকার বিচ্ছেদের খবর তাদের জন্য নতুন একটি ধাক্কা। তবে কাজ এবং জীবন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মল্লিকার আত্মবিশ্বাস এবং স্পষ্টভাষী মনোভাব তার অনুরাগীদের প্রেরণা জোগাচ্ছে।
এখন দেখার বিষয়, ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পেরিয়ে মল্লিকা কীভাবে তার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যান।