৪৪তম বিসিএসের ভাইভা ২২ ডিসেম্বর শুরু: সূচি প্রকাশ করেছে পিএসসি

Date: 2024-12-03
news-banner

৪৪তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ সম্পর্কিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধুমাত্র কারিগরি বা পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য এই ভাইভা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কারণে সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে মৌখিক পরীক্ষার তারিখের অপেক্ষায় ছিলেন। পিএসসির এই ঘোষণা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Leave Your Comments