৪০-এর কোঠায়ও সমানতালে জনপ্রিয়তা ধরে রেখেছেন রুনা খান

Date: 2024-11-26
news-banner

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুনা খান দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্ট—সব মাধ্যমেই তার অভিনয়ের দক্ষতা প্রশংসিত। ৪০-এর কোঠায় পৌঁছেও রুনা খান শুধু অভিনয় নয়, নিজের রূপ-লাবণ্য ধরে রেখেও সমান আকর্ষণীয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বয়স, সৌন্দর্য, এবং সমসাময়িক মানসিকতার বিষয়গুলো নিয়ে অকপটভাবে কথা বলছেন রুনা। এক মজার প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়, এই বয়সে এসে তিনি কোনো দুষ্টু বার্তা বা প্রস্তাব পান কিনা। উত্তরে হেসে রুনা বলেন, “আমারই সমবয়সি অপূর্ব, নিশোরা তো আকর্ষণীয়। তাদেরকে তো এই প্রশ্ন করা হয় না। তাহলে ৪০-৪২ বছর বয়সী রুনা খান বা বাঁধন কেন আকর্ষণীয় লাগতে পারে না? এটি আসলে আমাদের সামাজিক মানসিকতার প্রতিফলন।”

রুনা খান আরো জানান, তার কাছে সৌন্দর্যের প্রতীক তার মা এবং বর্ষীয়ান অভিনেত্রী শর্মীলা আহমেদ ও দিলারা জামানের মতো গুণীজন। তিনি আশা করেন, সুস্থ থাকলে বয়স আশিতেও অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকবেন।

গত কয়েক বছরে নিজের ওজন কমিয়ে রুনা ব্যাপক আলোচনায় আসেন। ৪১ বছর বয়সেও তার সাহসী ও স্বতন্ত্র উপস্থিতি দর্শক ও অনুরাগীদের নজর কাড়ে। যদিও মাঝে মাঝে বিতর্কও হয়েছে, তবু এসব উপেক্ষা করে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গেছেন।

সম্প্রতি কাজল আরেফিন অমির পরিচালিত ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রুনা। তার মতে, “অসময় আমাকে সুসময় এনে দিয়েছে।” এখন তিনি ওয়েব কনটেন্টের পাশাপাশি ধারাবাহিকভাবে সিনেমায় কাজ করছেন।

নিজের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে আশাবাদী রুনা বলেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন অভিনয় করব। নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করব। সফলতা নিজ থেকেই আসবে।”

Leave Your Comments