পূজা শুরুর আগেই ভক্তদের জন্য আনন্দের বার্তা নিয়ে এলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। শিগগিরই কোয়েল ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিংয়ের পরিবারে আসছে নতুন অতিথি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোয়েল মল্লিক নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই সুখবর জানান। ছবিতে দেখা যায়, মেট্রোরেলে পাশাপাশি বসে রয়েছেন কোয়েল ও নিসপাল। তাদের একমাত্র সন্তান কবীর দাঁড়িয়ে আছে তাদের সামনে। ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, "আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।"
এই খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই কোয়েল ও নিসপাল দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। অভিনেত্রী নুসরাত জাহান কমেন্টে লিখেছেন, "অভিনন্দন।" অভিনেতা জিৎ লেখেন, "দারুণ! পরিবারের সবাইকে অভিনন্দন।" শুভশ্রী গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তরাও কোয়েলকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০২০ সালের ৫ মে তাদের প্রথম সন্তান কবীরের জন্ম হয়। এবার, কবীর বড় ভাই হতে চলেছে, যা তাদের পরিবারে নতুন করে আনন্দের সঞ্চার করেছে।