দীর্ঘ ২৯ বছরের সংসারের পর ডিভোর্স এ আর রহমান ও সায়রার

Date: 2024-11-20
news-banner

অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা দীর্ঘ ২৯ বছরের সংসারজীবন শেষ করে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) তাদের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী এক বিবৃতিতে জানান, "বিয়ের দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর, তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। বহু স্মৃতি এবং অভিজ্ঞতা সত্ত্বেও এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।"

তিনি আরও বলেন, "দুজনের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়, যা তারা কাটিয়ে উঠতে পারেননি।"

১৯৯৫ সালে এ আর রহমান ও সায়রা বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে— খাতিজা, রাহিমা এবং আমিন। তাদের সন্তানরাও এই বিচ্ছেদকে সম্মান জানিয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছে।

ডিভোর্সের বিষয়ে এ আর রহমান একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি জানান, "আমাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করব। তবে তা আর সম্ভব হলো না।" তার ছেলে আমিন ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, "এই কঠিন সময়ে আমাদের পরিবার সবার কাছ থেকে ব্যক্তিগত গোপনীয়তা আশা করে।"

এই বিচ্ছেদ তাদের ভক্ত ও অনুরাগীদের জন্য একটি আশ্চর্যজনক এবং দুঃখজনক সংবাদ। তবে পরিবারের প্রতি সম্মান রেখে তাদের এই ব্যক্তিগত সিদ্ধান্তকে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments