১৪টি হাসপাতালের নাম পরিবর্তন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কার্যকর
Date: 2024-11-03
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতাল ও মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, যার নতুন নামকরণ করা হয়েছে “ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি”। এছাড়া, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে “ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল” এবং টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে “টাঙ্গাইল মেডিকেল কলেজ” নামকরণ করা হয়েছে।
অন্যান্য পরিবর্তিত নামের মধ্যে রয়েছে:
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে “গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট”,
শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে “ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট”,
খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে “খুলনা বিশেষায়িত হাসপাতাল”,
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে “সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল”।
এছাড়া, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে “মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল” এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে “দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল” নামে পুনঃনামকরণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের সেবা নিশ্চিত করতে এবং পরিচয় সহজীকরণের লক্ষ্যে এই পরিবর্তন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more