আদর্শের জন্য ১০ কোটি টাকার বিজ্ঞাপন ফিরিয়ে দিলেন অনিল কাপুর
Date: 2024-10-23
৬৮ বছর বয়সেও অনিল কাপুর নিজের তারুণ্য এবং নীতির মেলবন্ধন দিয়ে বলিউডে মিস্টার ইন্ডিয়া হিসেবে সমাদৃত। এবার সেই নীতি মেনে ১০ কোটি টাকার বিজ্ঞাপন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, পান মশলা এবং গুটখার বিজ্ঞাপন করতে অস্বীকৃতি জানিয়েছেন অনিল কাপুর, কারণ তিনি এমন কোনো পণ্য প্রচার করতে চান না, যা যুব সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনিল কাপুর সবসময়ই তাঁর অনুরাগীদের প্রতি দায়বদ্ধতার কথা প্রকাশ্যে তুলে ধরেছেন। শুধুমাত্র অর্থের জন্য এমন কোনো পণ্যের বিজ্ঞাপন করতে চান না, যা জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এর আগে অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনের মতো বলিউড তারকারা এ ধরনের বিজ্ঞাপনের জন্য সমালোচিত হয়েছেন। অক্ষয় কুমার পরে এ ধরনের বিজ্ঞাপন আর করবেন না বলে ঘোষণা দেন এবং অনুরাগীদের কাছে ক্ষমাও চান। জন আব্রাহামও এই ধরনের বিজ্ঞাপন না করার সিদ্ধান্তে অটল ছিলেন, তিনি বলেছিলেন, "মৃত্যুর বিপণন করতে পারব না। এটি আমার আদর্শের প্রশ্ন।"
এই আদর্শে অবিচল থেকে অনিল কাপুর একবার প্রমাণ করলেন যে, তিনি শুধুমাত্র অভিনেতা নন, বরং একজন দায়িত্বশীল নাগরিকও।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more