রাঙামাটিতে যাত্রীবাহী বাসে অভিযান ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ একজন আটক

Date: 2024-10-28
news-banner

রাঙামাটি শহরের মানিকছড়ি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ওয়াসিম নামে একজনকে আটক করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী পাহাড়িকা নামে একটি যাত্রীবাহী বাস মানিকছড়ি চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটক ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে এবং নতুন এই ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই অভিযানে পুলিশ মাদক নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে এবং স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।


Leave Your Comments